Monday, November 10, 2025

চোট গুরুতর নয়, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো লিটন-নাঈমকে

Date:

অবশেষে আশঙ্কার অবসান। ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ বড়সড় অঘটন থেকে মুক্তি পেল। দুই বাংলাদেশি ক্রিকেটার ব্যাট করার সময় মাথায় চোট পান। এবং এই ম্যাচ থেকে ছিটকে যান। যেহেতু মাথায় চোট, তাই তিলোত্তমার বুকে ক্রিকেট উৎসবের মাঝেও কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে সেই আশঙ্কা মুক্ত হলো ইডেনের ঐতিহাসিক গোলাপি টেস্ট। মাথায় চোট পেয়ে মাঠ ছেড়ে ছিলেন লিটন দাস এবং নাঈম। কিন্তু তাঁরা এখন স্থিতিশীল। ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

দুই জনেরই হেলমেটে লেগেছিল ভারতের তারকা পেসার
মহম্মদ সামির বল। সামির আগুনে বল প্রথম আঘাত হানে লিটনের হেলমেটে। তারপরও খেলা চালিয়ে যান এই কিপার-ব্যাটসম্যান। আরও ৭ বল খেলার পর মাঠ ছাড়েন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

লিটনের মতোই সামির বিদ্যুৎ গতির বল সটান হেলমেটে লাগার পর খেলা চালিয়ে যান নাঈমও। আউট হওয়ার পর তিনিও যান হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয় দু’জনকেই।

কোনওরকম ঝুঁকি না নিয়ে দু’জনকেই নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে। সেখানে রেডিওলজিস্ট ডা. সৌমিত্র ভট্টাচার্য ও নিউরোলজিস্ট ড. দীপ দাস দেখেন লিটনকে। সিটি স্ক্যান রিপোর্ট ও প্রাথমিক চিকিৎসার পর তাঁরা জানান, বাংলাদেশের এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান স্থিতিশীল। তাঁর কিছুটা মাথা ব্যথা আছে। তবে সিটি স্ক্যানে অভ্যন্তরীণ কোনো চোটের চিহ্ন পাওয়া যায়নি।

নঈমও সুস্থ। তার সিটি স্ক্যান রিপোর্টেও কোনও অসঙ্গতি ধরা পড়েনি। তাই দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই খবরে স্বস্তি ক্রিকেটমহলে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version