Thursday, August 28, 2025

অবশেষে আশঙ্কার অবসান। ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ বড়সড় অঘটন থেকে মুক্তি পেল। দুই বাংলাদেশি ক্রিকেটার ব্যাট করার সময় মাথায় চোট পান। এবং এই ম্যাচ থেকে ছিটকে যান। যেহেতু মাথায় চোট, তাই তিলোত্তমার বুকে ক্রিকেট উৎসবের মাঝেও কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে সেই আশঙ্কা মুক্ত হলো ইডেনের ঐতিহাসিক গোলাপি টেস্ট। মাথায় চোট পেয়ে মাঠ ছেড়ে ছিলেন লিটন দাস এবং নাঈম। কিন্তু তাঁরা এখন স্থিতিশীল। ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

দুই জনেরই হেলমেটে লেগেছিল ভারতের তারকা পেসার
মহম্মদ সামির বল। সামির আগুনে বল প্রথম আঘাত হানে লিটনের হেলমেটে। তারপরও খেলা চালিয়ে যান এই কিপার-ব্যাটসম্যান। আরও ৭ বল খেলার পর মাঠ ছাড়েন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

লিটনের মতোই সামির বিদ্যুৎ গতির বল সটান হেলমেটে লাগার পর খেলা চালিয়ে যান নাঈমও। আউট হওয়ার পর তিনিও যান হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয় দু’জনকেই।

কোনওরকম ঝুঁকি না নিয়ে দু’জনকেই নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে। সেখানে রেডিওলজিস্ট ডা. সৌমিত্র ভট্টাচার্য ও নিউরোলজিস্ট ড. দীপ দাস দেখেন লিটনকে। সিটি স্ক্যান রিপোর্ট ও প্রাথমিক চিকিৎসার পর তাঁরা জানান, বাংলাদেশের এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান স্থিতিশীল। তাঁর কিছুটা মাথা ব্যথা আছে। তবে সিটি স্ক্যানে অভ্যন্তরীণ কোনো চোটের চিহ্ন পাওয়া যায়নি।

নঈমও সুস্থ। তার সিটি স্ক্যান রিপোর্টেও কোনও অসঙ্গতি ধরা পড়েনি। তাই দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই খবরে স্বস্তি ক্রিকেটমহলে।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version