Wednesday, November 12, 2025

একসময় তাঁকে ‘ফরেন-প্রাইমমিনিস্টার’, ‘এনআরআই প্রধানমন্ত্রী’, ‘পরিযায়ী প্রধানমন্ত্রী’- বিভিন্ন নামে কটাক্ষ করেছে বিরোধীরা। তবে, নিজেকে বরাবরই ‘চা-ওয়ালা’ বলে মাটির কাছের মানুষ বলে দেখানোর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। এবার, সামনে এলো প্রধানমন্ত্রীর গত ৩বছরের বিদেশ সফরের খরচ। শুধু চার্টার্ড বিমানের খরচই হয়েছে ২৫৫ কোটির টাকার বেশি। এর সঙ্গে রয়েছে হটলাইন ও অন্যান্য খরচও। তবে, এবছর অর্থাৎ ২০১৯-২০ সালের হিসাব এখনও মেলেনি। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ।

বৃহস্পতিবার, এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী জানান, ২০১৬-১৯ পর্যন্ত শুধু বিমানযাত্রার জন্যই খরচ হয়েছে প্রায় ২৫৫ কোটি টাকা।

মোদির বিদেশ সফর নিয়ে যারা সবচেয়ে বেশি সমালোচনায় সরব হয়েছে, সেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের জন্য খরচ হয়েছিল এর প্রায় অর্ধেক। পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় ইউপিএ জমানায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিং ৩৮বার বিদেশ সফর করেছিলেন। খরচ হয়েছিল ১৩৪৬ কোটি টাকা। আর ২০১৪ থেকে ১৮-র ডিসেম্বর পর্যন্ত মোদির বিদেশ সফরের সংখ্যা ৪৮। খরচ হয়েছিল ২০২১ কোটি টাকা। দ্বিতীয় ইউপিএ জমানায় যেখানে খরচ হয় ৮৪২ কোটি টাকা, এনডিএ জমানায় সেই খরচ দাঁড়িয়েছিল ১৫৮২ কোটি টাকা।

নরেন্দ্র মোদির ঘন ঘন বিদেশ সফর ও খরচের বহর নিয়ে বারবার কটাক্ষ করে বিরোধীরা। এই পরিসংখ্যান তাদের হাতে আরও একটা অস্ত্র তুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে, গেরুয়া শিবিরের মতে, মোদি জমানায় ভারতের সঙ্গে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। আর সেটা প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরগুলির জন্যেই হয়েছে বলে দাবি বিজেপির।

আরও পড়ুন-ইডেনের গ্রিন টপে আগুন ঝরাচ্ছেন উমেশরা, ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version