গোলাপি মিষ্টিও! ছবি পোস্ট করে বিস্মিত সৌরভ নিজেও

সত্যিই গোলাপী জ্বরে কাঁপছে কলকাতা। ভারত-বাংলাদেশের একটা সাধারন টেস্ট ম্যাচের যে এমন উন্মাদনা হতে পারে তা বোধহয় সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও ভাবতে পারেননি তাই তাঁর হাতে আসা গোলাপি মিষ্টির ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিসিসিআই প্রেসিডেন্ট। গতকালই ইডেনে দাঁড়িয়ে সৌরভ বলেছিলেন, হ্যাঁ একটু উত্তেজিত তো বটেই। এত মানুষ খেলা দেখতে আসবেন, দিন রাতের খেলা। ফলে পুরো পরিস্থিতি উত্তেজক তো বটেই। কিন্তু সৌরভকে অবাক করেছে বাংলার মিষ্টির দোকানে মিষ্টি যা তৈরি হয়েছে এই ম্যাচকে সামনে রেখে। তিনি নিশ্চিত একটিও গোলাপি মিষ্টি দিনের শেষে পড়ে থাকবে না।