Thursday, August 21, 2025

‘পাকা জামিন’ খারিজ টাওয়ার কর্তার, লক্ষ্য এবার রাজীব কুমারের মামলার দিকে

Date:

সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে ২১মাস পরে সুপ্রিম কোর্ট জামিন খারিজ করেছে টাওয়ার গোষ্ঠীর কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের। অভিযুক্তের ‘পাকা জামিন’ সুপ্রিম কোর্ট খারিজ করার পরে উৎসাহিত হয়েছে সিবিআই। কারণ ইতিমধ্যে সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার ধারণা, রামেন্দু মামলার উদাহরণ রাজীব কুমার মামলাতে তাদের সাহায্য করবে।

বেআইনি চিটফান্ড সংস্থারগুলির বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে টাওয়ার গোষ্ঠীর প্রচুর সম্পত্তির হদিস পায়। যার পরিমাণ প্রায় ২৫৬কোটি টাকা। এরমধ্যে ১৬ কোটি টাকা রয়েছে যা আমানতকারীদের তারা ফেরত দেয়নি। ২০১৬-র ১০মার্চ রামেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং তার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। ২০১৭-র ৯মে তারিখে অন্তর্বর্তীকালীন জামিন পান রামেন্দু, এবং ২০১৮-র ১৫ ফেব্রুয়ারি কটক থেকে তার পাকা জামিন মঞ্জুর হয়। জামিনের শর্ত হিসেবে টাওয়ার কর্তা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে এস পি তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করছে। সংস্থা এই কাজে সহযোগিতা করতে চায়। কিন্তু বিচারপতি তালুকদার গত আগস্ট মাসে সিবিআইকে চিঠি লিখে জানিয়ে দেন টাওয়ার গোষ্ঠীর কোনও সম্পত্তির হদিশ পাননি। তারপরেই সিবিআই টাওয়ার কর্তারা জামিন খারিজের আবেদন জানায়। বৃহস্পতিবার যা মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের মামলাও কিন্তু আকর্ষণীয় পর্যায়ে পৌঁছল।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version