Wednesday, November 5, 2025

‘পাকা জামিন’ খারিজ টাওয়ার কর্তার, লক্ষ্য এবার রাজীব কুমারের মামলার দিকে

Date:

সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে ২১মাস পরে সুপ্রিম কোর্ট জামিন খারিজ করেছে টাওয়ার গোষ্ঠীর কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের। অভিযুক্তের ‘পাকা জামিন’ সুপ্রিম কোর্ট খারিজ করার পরে উৎসাহিত হয়েছে সিবিআই। কারণ ইতিমধ্যে সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার ধারণা, রামেন্দু মামলার উদাহরণ রাজীব কুমার মামলাতে তাদের সাহায্য করবে।

বেআইনি চিটফান্ড সংস্থারগুলির বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে টাওয়ার গোষ্ঠীর প্রচুর সম্পত্তির হদিস পায়। যার পরিমাণ প্রায় ২৫৬কোটি টাকা। এরমধ্যে ১৬ কোটি টাকা রয়েছে যা আমানতকারীদের তারা ফেরত দেয়নি। ২০১৬-র ১০মার্চ রামেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং তার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। ২০১৭-র ৯মে তারিখে অন্তর্বর্তীকালীন জামিন পান রামেন্দু, এবং ২০১৮-র ১৫ ফেব্রুয়ারি কটক থেকে তার পাকা জামিন মঞ্জুর হয়। জামিনের শর্ত হিসেবে টাওয়ার কর্তা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে এস পি তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করছে। সংস্থা এই কাজে সহযোগিতা করতে চায়। কিন্তু বিচারপতি তালুকদার গত আগস্ট মাসে সিবিআইকে চিঠি লিখে জানিয়ে দেন টাওয়ার গোষ্ঠীর কোনও সম্পত্তির হদিশ পাননি। তারপরেই সিবিআই টাওয়ার কর্তারা জামিন খারিজের আবেদন জানায়। বৃহস্পতিবার যা মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের মামলাও কিন্তু আকর্ষণীয় পর্যায়ে পৌঁছল।

Related articles

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...
Exit mobile version