গভীর রাতে পাওয়ারের বাড়িতে উদ্ধব-আদিত্যর বৈঠক

বৃহস্পতিবার গভীর রাতে শরদ পাওয়ারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরে। শরদের বাসভবনেই হয় বৈঠক। ফলে মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে সোনিয়া গান্ধী শিবসেনার সঙ্গে জোটে সম্মতি দিয়েছেন বলে কংগ্রেস সূত্রে খবর।

কী আলোচনা হল বৈঠকে? জানা গিয়েছে এই বৈঠকে বলা হয়েছে উদ্ধব ঠাকরেকেই মুখ্যমন্ত্রী দেখতে চাইছে কংগ্রেস এবং এনসিপি। আজ, শুক্রবার জোট ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ঠাকরে জানিয়েছেন আজ তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

শরদ পাওয়ারের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠকের পরেই সিদ্ধান্ত হয় মহারাষ্ট্রের সরকার গড়তে শিবসেনাকে এনসিপি-কংগ্রেস জোট সমর্থন করবে। পরবর্তী সময়ে মন্ত্রিসভার রূপরেখা তৈরি করতে এনসিপি নেতা সুপ্রিয় সুলেত বাড়িতে বৈঠক করা হয়। দেখা গিয়েছে মহারাষ্ট্রের সরকার গড়ার ক্ষেত্রে শিবসেনা যথেষ্টই নমনীয় এবং কংগ্রেসের দাবি অনুযায়ী ন্যূনতম কর্মসূচিতেও মত দিয়েছে। ফলে, আজ হয়তো জোট ঘোষণার কথা মুম্বই থেকে হতে পারে।