ফের স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। তরুণ সরকার নামে ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের নবগ্ৰামের অমরকুন্ড গ্ৰামে। শুক্রবার রাতে বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েই তরুণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবার সূত্রে খবর, প্রায় দিন পনেরো আগে থেকে জ্বর, মাথা যন্ত্রণায় আক্রান্ত হয়। এরপর তাঁকে ভর্তি করা হয় স্থানীয় গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার কোনও উন্নতি না হওয়ায়, বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।