ভোলেননি মহারাজ, খুশি অশোক

ঐতিহাসিক গোলাপী যুদ্ধের বর্ণময় মুহূর্তে ইডেনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিলিগুড়ির মেয়র তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। সস্ত্রীক। বামজমানায় অশোকবাবুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সৌরভের। এখনও ভোলেননি ‘কাকু’ আর ‘কাকিমা’কে। সৌরভের আমন্ত্রণে খুশি তাঁরা। ব্যস্ততার মধ্যেও সৌরভ এসে কথা বলেন। রবিবারের এই ছবিটি ব্যক্তিগত সম্পর্কের মাহাত্ম্যকে আরও উজ্জ্বল করেছে।