Saturday, August 23, 2025

ঐতিহাসিক পিঙ্ক টেস্টে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক বিরাট  কোহলি। কিন্তু তাও চারশো অবধি পৌঁছাতে পারল না ভারত। উলটে সারে তিনশো রানের কাছাকাছি পৌঁছাতেও খোয়াতে হল নটি উইকেট। পিঙ্ক টেস্টের প্রথম দিন যখন ১০৬ রানে ইশান্ত, উমেশ ও মহম্মদ শামির বোলিং দাপটে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, তখন সকলে ধরেই নিয়েছিল যে, রানের পাহাড়ে পৌঁছে যাবে কোহলি ব্রিগেড। কিন্তু তা হল না।

টস জিতে শুক্রবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারেননি দলের ব্যাটসম্যানেরা। তবে ভারতের বিরুদ্ধে বোলিং বিভাগে নিজেদের মান রক্ষা করেছে বাংলাদেশ।

যদিও বাংলাদেশ বোলারদের মোক্ষম জবাব দিয়েছেন কোহলি, তবুও বাকি ভারতীয় ব্যাটসম্যানেরা সেভাবে পিঙ্ক টেস্টে দাগ কাটতে পারলেন না। ব্যর্থ হয়েছেন দলের দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। তিরিশের গণ্ডি পেরোতে পারেননি তাঁরা। পরবর্তীকালে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে হাফ সেঞ্চুরি করলেও খেলার হাল আসলে ধরেন ক্যাপ্টেন কোহলিই। তিনি তাঁর টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি করলেন এই পিঙ্ক টেস্টে। ১৩৬ রানে ত্থমকে যান বিরাট।

কিন্তু তাঁর সাজঘরে ফেরার পর আর কেউই ক্রিজে সেভাবে টিকে থাকতে পারলেন না। পরপর উইকেট হারায় টিম ইন্ডিয়া। অবশেষে নয় উইকেটে যখন দলের স্কোর ৩৪৭, তখন ডিক্লেয়ার ঘোষণা করেন বিরাট। এখন দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ। আর নেমেই শূন্য রানে উইকেট হারাল পদ্মা পাড়ের দেশ। তারপর আবার এক উইকেট হারায়। এই মুহূর্তে দলের স্কোর ছয় রানে দুই উইকেট।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version