ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্ট খেলতে এসে এক অভিনব বায়না জুড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বড় বাজারের মশলা খুব বিখ্যাত। তাই এবার বড়বাজার থেকে মশলা কিনে বাড়ি ফিরতে চান তাঁরা।

ইডেন টেস্টে ভারতের বিরুদ্ধে সামান্যতম প্রতিরোধও গড়ে তুলতে ব্যর্থ বাংলাদেশ। বোলাররা কিছুটা চেষ্টা করলেও ব্যাটসম্যানরা ডাহা ফেল। ইশান্ত-ইমেজ-সামিদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে মমিনুলরা।
কিন্তু কলকাতা থেকে বিভিন্ন মশলা কিনে বাংলাদেশ ফেরার জন্য তাঁদের অনেকেই লোকাল ম্যানেজারের শরণাপন্ন হয়েছেন। দু-তিনজন তো আবার বলেছেন, বড়বাজার থেকে মশলা কিনে দেওয়ার কথাও। মশলা কিনেই নাকি তাঁরা ফিরবেন বাড়ি।
