ক্ষিতিদার অনুরোধের কাজ আমাকে সম্পূর্ণ করতেই হবে

ক্ষিতি গোস্বামীর সঙ্গে আমার পরিচয় আজকের নয়, বহু দিনের। আমার পাড়ার লোক ছিলেন। আমাদের পাড়ার পুজো উদয়ন সংঘের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন একসঙ্গে বসে বৈঠক হয়েছে, অনুষ্ঠান করেছি কাছাকাছি থেকেছি। তাঁর সঙ্গে হয়তো আমার রাজনৈতিক আদর্শগত মিল ছিল না, কিন্তু তার জন্য ব্যক্তিগত সম্পর্ক কখনও মলিন হয়নি। আমার স্ত্রী বিয়োগের সময় উনি খোঁজখবর নিয়েছিলেন, এসেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। কিছুদিন আগেও তিনি একটি নির্দিষ্ট কাজে আমার কাছে এসেছিলেন। সূর্যসেন-সহ অগ্নিযুগের বিপ্লবীদের নিয়ে একটি সংকলন তৈরি করতে চেয়েছিলেন। সেই কারণে আমার সাহায্য চেয়েছিলেন। এই কাজ সম্পূর্ণ করে যেতে পারলেন না। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য আমার দায়িত্ব এই কাজ সম্পূর্ণ করা। আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি, পাশে থাকছি।

Previous articleদুটোতেই খেলা শেষ!
Next articleবড়বাজার থেকে মশলা কিনে বাড়ি ফিরতে চান বাংলাদেশি ক্রিকেটাররা