আজ তৃতীয় দিনের খেলা কতক্ষণ করাবে গড়াবে, সে নিয়েই চলছে এখন জল্পনা আর চ্যালেঞ্জ। ভারতের তিন পেসার যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের গ্রাস করেছেন, তাতে অনুমান করা হচ্ছে দুপুর দু’টোর মধ্যেই খেলা শেষ হয়ে যাবে। অর্থাৎ আড়াই দিন আগেই বিরাটরা ছুটি পেয়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর।

গোলাপী বল নিয়ে যে মানসিক অসুবিধা ছিল ভারতীয় দলের, তা ক্রমশ কেটে যাচ্ছে। সৌরভ বলছেন, লাল-গোলাপির কী আছে! ভালই তো খেলা চলছে। কোহলি তো সেঞ্চুরি করল, সাবলীল খেলল। যে কোনও নতুন বলে সুইং একটু বেশিই করে, তা সে লাল-সাদা-গোলাপি যাই হোক না কেন! অন্যদিকে নতুন বছরের শুরুতেই দলে ফিরে আসছেন জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর বুমরাহ। ভারতের পাঁচ পেসারের ধাক্কা সামলাতে নিউজিল্যান্ডকে নিজের মাটিতে যে বেগ পেতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেট বিশেষজ্ঞরা মেনে নিচ্ছেন ভারতের এই পঞ্চপান্ডব স্পিডস্টার ক্রমশ বিশ্বক্রিকেটের ত্রাস হয়ে উঠছে।
