চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা কি ফেরৎ পাবেন?

ঐতিহাসিক পিঙ্ক টেস্ট শেষ হয়ে গিয়েছে তিন দিনেই। বলা যায় তিনদিনও নয়, মাত্র দু’দিন ৪৫ মিনিটে শেষ হয়েছে গোলাপি যুদ্ধ। যেই যুদ্ধে জয় পেয়েছে ভারত। এক ইনিংস ও ৪৬ রানে জয় পেয়েছেন কোহলিরা। কিন্তু তাতে গোটা ক্রিকেট মহল খুশি হলেও অনেক ক্রিকেটপ্রেমীদের মাথায় হাতও পড়েছে। কারণ, আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কী হবে? ইডেন চত্বরে কান পাতলে এখন এই গুঞ্জনঈ শোনা যাবে।

অনেকের মনে এখন প্রশ্ন উঠেছে যে, যাদের কাছে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট রয়েছে, তারা কি টাকা ফেরৎ পাবে? না, এমনটা একদমই নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সিএবির পক্ষ থেকে।

সিএবির কোষাধক্ষ্য দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘টিকিটের টাকা ফেরৎ দেওয়ার কোনও প্রশ্নই নেই। কারণ, এখানে ম্যাচ আগে শেষ হয়ে গিয়েছে। আমাদের এতে কোনও হাত নেই। বৃষ্টি হয়নি। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেত, তাহলে টাকা ফেরত দেওয়া হত। কিন্তু বাস্তবে এমনটা তো হয়নি। তাই টাকা ফেরৎ দেওয়া হবে না।’ ফলে যারা চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছেন, তাদের টাকা জলে গেল, তা বলাই যায়। যদিও টেস্ট জিতেছে দেশ, এতেই বোধ হয় খুশি সকলে।

Previous articleঅজিত পাওয়ারের তিন ট্যুইট ঘিরে জল্পনা তীব্র মহারাষ্ট্রের রাজনীতিতে
Next articleকালিয়াগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি