কালিয়াগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি

আর দুই কেন্দ্রের মতোই কালিয়াগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে খোলা হয়েছে ইভিএম সহ ভোটের সামগ্রী বিতরণ কেন্দ্র। রবিবার সকালে সেখান থেকে ইভিএম, ভিভি প্যাট সহ অন্যান্য জিনিস নিয়ে ভোটকর্মীরা রওনা দেন নিজেদের বুথে।
কালিয়াগঞ্জ বিধানসভায় ২৭০ টি বুথে মোট ১৫৭৮ জন ভোটকর্মী থাকছেন। মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশও।

Previous articleচতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা কি ফেরৎ পাবেন?
Next articleতবে কি সলমনের আয়ের রেকর্ড ভাঙতে চলেছেন অক্ষয়?