শীত আসছে কবে? সকলেরই জিজ্ঞাসা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীত এখনই আসছে না৷ তবে আমেজ থাকবে৷ কমবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা৷ রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া৷
শুকনো বাতাস৷ সকালে থাকবে হিমেল হাওয়া৷ ঘর্মাক্ত হওয়ার দিন শেষ। আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস৷ দক্ষিণবঙ্গ প্রধানত মেঘলা আকাশ থাকবে৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ জম্মু-কাশ্মীর ও হিমাচলে তুষারপাতের জেরে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ তাই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে৷ তবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে৷ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে৷
আরও পড়ুন-পরীক্ষায় বসতে পারেনি, ‘বিষপানে’ মৃত ছাত্র
