বৈদ্যবাটির বৈদ্যপাড়ার নিশীথ সেন সরণীতে অজানা বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হয় সুদীপা নন্দীর। অন্তত এমনটাই অভিযোগ পরিবারের। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আতঙ্ক কাটাতে সোমবার দুপুরে হুগলি পুরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বৈদ্যবাটী এলাকা পরিদর্শনে যান পতঙ্গ বিশেষজ্ঞ। সঙ্গে ছিলেন বৈদ্যবাটী পুরসভার চেয়্যারম্যান। সুদীপার বাড়িতেও যান তাঁরা। যেখানে সুদীপাকে পোকা কামড়ায় সেই বাথরুমও দেখেন তাঁরা। কথা বলেন মৃতার স্বামী সুজয় নন্দীর সঙ্গে।