Monday, November 24, 2025

১২ বছর বয়সী বালক পেল ডেটা সাইন্টিস্টের চাকরি! কিন্তু কীভাবে?

Date:

বয়স মাত্র ১২ বছর। হায়দরাবাদের শ্রী চৈতন্য স্কুলের ক্লাস সেভেনের ছাত্র। এই বয়সে কিশোর পেল একা চাকরি। তাও আবার যে সে চাকরি নয়। একটি সফটওয়ার কোম্পানিতে ডেটা সাইন্টিস্টের চাকরি। জানা গিয়েছে, কিশোরের নাম সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লি। সে শ্রী চৈতন্য স্কুলের ক্লাস সেভেনের ছাত্র। সেভেনে পড়াকালীনই সিদ্ধার্থ মোন্তাজিন স্মার্ট বিজনেস সলিউশন নামে একটি সফটওয়্যার কোম্পানিতে ডেটা সাইন্টিস্টের চাকরিতে সুযোগ পায়।

সিদ্ধার্থ জানিয়েছে, “আমার বয়স ১২ বছর এবং আমি ডেটা সাইন্টিস্ট হিসেবে মোন্তাজিন স্মার্ট বিজনেস সলিউশন নামে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। আমি শ্রী চৈতন্য স্কুলে ক্লাস সেভেনে পড়ি।” এর সঙ্গে সে আরও জানিয়েছে, “সফটওয়্যার কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রে আমার অণুপ্রেরণা তন্ময় বক্সি। সে খুব কম বয়সেই গুগুল-এ ডেভলপার হিসেবে চাকরির সুযোগ পেয়েছিল।”

পাশাপাশি নিজের বাবাকে ধন্যবাদ জানাতে ভোলেনি কিশোর। কোডিংয়ের প্রতি তার এই আগ্রহ যে তার বাবাই তার মধ্যে জাগিয়ে তুলেছিল। সে জানিয়েছে,” যে ব্যক্তি আমাকে এই বয়সে চাকরি পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে সে আমার বাবা। তিনি আমাকে নানান বায়োগ্রাফি দেখিয়েছিলেন এবং আমাকে কোডিং শিখিয়েছিলেন। আজ আমি যা কিছু সবটাই তাঁর জন্য।” পাশাপাশি সিদ্ধার্থ স্বীকার করে নিয়েছে, অফিস করা ও একই সঙ্গে স্কুলে যাওয়া খুব জটিল। কিন্ত তার বাবা-মা ও কোম্পানি তাকে এই বিষয়ে সাহায্য করেছে এবং করছে।

Related articles

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে...

অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই...

মেডিক্যাল কলেজে কেন অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের: শিক্ষাঙ্গনে বিজেপির গেরুয়া রঙ!

বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে এমবিবিএসের ৫০টি আসনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ৪২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ...

টেলিসম্মানের পুরস্কার মূল্য ক্যান্সার আক্রান্তদের দান চন্দনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television Industry) অন্যতম বড় সম্মান টেলি অ্যাকাডেমী পুরস্কার (Tele Academy Award) থেকে প্রাপ্ত অর্থ...
Exit mobile version