ফের ‘বেলাগাম’ অনুব্রত

ফের ‘বেলাগাম’ তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। করিমপুরে বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার প্রসঙ্গে অনুব্রতর মন্তব্য ঘিরে ফের চাপানউতোরের সম্ভবনা। সোমবার, রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। খড়গপুর ও কালিয়াগঞ্জে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও, করিমপুর সারাদিনই ছিল সংবাদের শিরোনামে। যার মধ্যে সবথেকে বেশি আলোচিত বিষয় হল করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর, লাথি। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। এই অভিযোগের জবাব দিতে গিয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি কটাক্ষ করে বলেন, নিজের দোষেই পড়ে গিয়েছে জয়প্রকাশ। “কি করে পা ফেলতে হয় জানে না। হাঁটতে জানে না, পড়ে গিয়েছে। তার জন্য কি তৃণমূল কংগ্রেস দায়ী?”

সোমবার নানুরে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূল জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ, দলের অন্যান্য নেতাকর্মীরা। যেখানেই এই মন্তব্য করেন অনুব্রত। এর কোনও জবাব অবশ্য এখনও দেননি জেলা বিজেপি নেতৃত্ব।

জয় প্রকাশ নিয়ে অনুব্রত উবাচ…

আরও পড়ুন-মেট্রোয় ফের আত্মহত্যা, অফিস টাইমে নাকাল যাত্রীরা

Previous articleমেট্রোয় ফের আত্মহত্যা, অফিস টাইমে নাকাল যাত্রীরা
Next articleউদ্বেগজনক ! রাজ্যে জয়েন্ট এন্ট্রাসে আবেদনকারীর সংখ্যা দ্রুত কমছে