বিধানসভায় মুখ্যমন্ত্রীকে দেখেও যেন দেখলেন না রাজ্যপাল!

সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার বিধানসভায় আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিধানসভায় যান তিনি। তাঁকে স্বাগত জানাতে বিধানসভার গেটের সামনে আগে থেকেই অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল সেদিকে তাকাননি। বরং, সোজা এগিয়ে যান।

এরপর বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মালা পরিয়ে সোজা চলে যান অধিবেশনকক্ষে। তখনও দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁকে এড়িয়ে যান রাজ্যপাল, এমনটাই মনে করছে সেখানে উপস্থিত রাজনৈতিক মহল।