নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজভবনে যাচ্ছেন দাবি জানাতে

তিনদিনের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইস্তফা দেওয়ার পর এবার মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এই প্রথম ঠাকরে পরিবারের কোনও সদস্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন। সরকার গঠনের আগে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস তিন দলের জোট মিলে আনুষ্ঠানিকভাবে তৈরি করেছে ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি’, যার নেতা নির্বাচিত হয়েছেন উদ্ধবই। শিবসেনার থেকে মাত্র দুটি আসন কম পেলেও এনসিপি পাচ্ছে উপমুখ্যমন্ত্রী পদ। সম্ভবত এনসিপি নেতা জয়ন্ত পাতিল হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। অন্যদিকে কংগ্রেসের পক্ষে উপমুখ্যমন্ত্রী হিসাবে নাম শোনা যাচ্ছে কংগ্রেস নেতা বালাসাহেব থোরাটের। আজ রাত ন’টায় রাজভবনে যাচ্ছেন সপার্ষদ উদ্ধব ঠাকরে। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে সরকার গড়ার দাবি পেশ করবে মহারাষ্ট্র বিকাশ আগাড়ি।

 

Previous articleভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর
Next articleশিবাজি পার্কে শপথ 1 ডিসেম্বর