Tuesday, November 18, 2025

একেই বোধ হয় বলা হয় দিনে দুপুরে ডাকাতি। এক মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৩০,৬৫০ টাকা। ঘটনায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত গ্রহণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে লেদার কমপ্লেক্স থানা এলাকার এক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী অফিস পার্টির জন্য একটি পাঁচতারা হোটেলে টেবিল বুক করার জন্য ইন্টারনেটে সার্চ করেন। ওই কর্মীর অভিযোগ, হোটেলের নম্বরে ফোন করে তিনি জানতে পারেন ফোন মারফৎ টেবিল বুক করা সম্ভব। তার জন্য গুগল পে-এর সাহায্যে ১০ টাকা টোকেন দিতে হবে। কথা মতো ওই নম্বরে ইউপিআই-এর মাধ্যমে ১০ টাকা পাঠান তিনি। ওই নম্বর থেকে বলা হয়, এক মিনিট ধরে থাকুন। বলা হয়, আপনার বুকিং নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু তারপরই ওই কর্মী দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে কাটা গিয়েছে ৩০,৬৫০ টাকা। এরপরই গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমেছে পুলিশ। তবে গোটা ঘটনার দায় এড়িয়ে গিয়েছে অভিযুক্ত হোটেল।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version