Monday, November 17, 2025

কাকার বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কার্যত গৃহযুদ্ধ বাধিয়ে দিয়েছিলেন। মাত্র তিনদিনেই বিদ্রোহে ইতি। বিজেপির হাত ছেড়ে ফিরে এসেছেন ঘরে। আর তা সম্ভব হয়েছে কাকিমার জন্যই। কাকা শারদ পাওয়ারের উপর রাগ দেখালেও কাকিমা প্রতিভা পাওয়ারের কথায় রাগ গলে জল। বাইরের রাজনীতি যাই থাক, পারিবারিক বিবাদ মিটিয়ে ঘরের সম্পর্ক মসৃণ রাখার শিল্পে শারদকে টেক্কা দিয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা পাওয়ার। আর তাই সাময়িক বিদ্রোহে ইতি দিয়ে, বিজেপিকে পথে বসিয়ে কাকিমার অনুরোধ মেনে নেন ভাইপো অজিত। মঙ্গলবার রাতে উদ্ধব সহ অন্য বিধায়করা যখন রাজভবনে, তখন প্রায় নিঃশব্দেই শারদ পাওয়ারের বাড়ি ঢোকেন অজিত। তাঁকে স্বাগত জানান শারদকন্যা ও খুড়তুতো বোন সুপ্রিয়া সুলে। তিনদিনের বিদ্রোহী অজিত পাওয়ারের ‘ঘর-ওয়াপসি’ এভাবেই সম্পূর্ণ হয়।

শারদের স্ত্রী প্রতিভা সক্রিয় রাজনীতি না করলেও পরিবারকে অটুট রাখার মূল চালিকাশক্তি। ক্রিকেটপ্রেমী শারদ পাওয়ারের স্ত্রী প্রতিভা প্রাক্তন টেস্ট ক্রিকেটার সদানন্দ শিন্দের মেয়ে। রাজনীতি না করলেও রাজনীতির খেলা ভালই বোঝেন। এনসিপির অন্দরে কাকা-ভাইপোর বিবাদ মেটাতে তিনিই অনুঘটকের ভূমিকা নেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় বেরনোর পর কাকিমা প্রতিভার কথা ফেলতে না পেরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত। তখনই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতও নির্ধারিত হয়ে যায়। অজিতের প্রত্যাবর্তনে এনসিপিতেও স্বস্তির হাওয়া ওঠে। সৌজন্যে অজিতের কাকিমা, শারদ-পত্নী প্রতিভা পাওয়ার।

Related articles

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...
Exit mobile version