Tuesday, November 18, 2025

কাকার বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কার্যত গৃহযুদ্ধ বাধিয়ে দিয়েছিলেন। মাত্র তিনদিনেই বিদ্রোহে ইতি। বিজেপির হাত ছেড়ে ফিরে এসেছেন ঘরে। আর তা সম্ভব হয়েছে কাকিমার জন্যই। কাকা শারদ পাওয়ারের উপর রাগ দেখালেও কাকিমা প্রতিভা পাওয়ারের কথায় রাগ গলে জল। বাইরের রাজনীতি যাই থাক, পারিবারিক বিবাদ মিটিয়ে ঘরের সম্পর্ক মসৃণ রাখার শিল্পে শারদকে টেক্কা দিয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা পাওয়ার। আর তাই সাময়িক বিদ্রোহে ইতি দিয়ে, বিজেপিকে পথে বসিয়ে কাকিমার অনুরোধ মেনে নেন ভাইপো অজিত। মঙ্গলবার রাতে উদ্ধব সহ অন্য বিধায়করা যখন রাজভবনে, তখন প্রায় নিঃশব্দেই শারদ পাওয়ারের বাড়ি ঢোকেন অজিত। তাঁকে স্বাগত জানান শারদকন্যা ও খুড়তুতো বোন সুপ্রিয়া সুলে। তিনদিনের বিদ্রোহী অজিত পাওয়ারের ‘ঘর-ওয়াপসি’ এভাবেই সম্পূর্ণ হয়।

শারদের স্ত্রী প্রতিভা সক্রিয় রাজনীতি না করলেও পরিবারকে অটুট রাখার মূল চালিকাশক্তি। ক্রিকেটপ্রেমী শারদ পাওয়ারের স্ত্রী প্রতিভা প্রাক্তন টেস্ট ক্রিকেটার সদানন্দ শিন্দের মেয়ে। রাজনীতি না করলেও রাজনীতির খেলা ভালই বোঝেন। এনসিপির অন্দরে কাকা-ভাইপোর বিবাদ মেটাতে তিনিই অনুঘটকের ভূমিকা নেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় বেরনোর পর কাকিমা প্রতিভার কথা ফেলতে না পেরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত। তখনই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতও নির্ধারিত হয়ে যায়। অজিতের প্রত্যাবর্তনে এনসিপিতেও স্বস্তির হাওয়া ওঠে। সৌজন্যে অজিতের কাকিমা, শারদ-পত্নী প্রতিভা পাওয়ার।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version