Monday, November 17, 2025

কুহেলি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্ত চিকিৎসককেই ক্ষতিপূরণের নির্দেশ

Date:

কুহেলি কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক সুভাষ তিওয়ারিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে ক্ষতিপূরণের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৭ সালের ১৯ এপ্রিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চার মাসের শিশুকন্যা কুহেলি চক্রবর্তীর। চিকিৎসার গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে বলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ দায়ের করেন কুহেলির বাবা অভিজিৎ ও মা শালু চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে তিন মাসের জন্য অভিযুক্ত ৩ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এমনকী, শিশুর অভিভাবকদের ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তরা। বুধবার সেই মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। আদালত জানায়, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত ভুল। অভিযুক্ত চিকিৎসক সুভাষ তিওয়ারিকে হয়রানির জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। হাইকোর্ট আরও জানিয়েছে, যে এখন থেকেই ওই সুভাষ তিওয়ারি প্র্যাকটিস শুরু করতে পারবেন। যদিও মেডিক্যাল কাউন্সিল এখনও এ বিষয়ে কোনও লিখিত সিদ্ধান্ত হাতে পায়নি বলে জানিয়েছে।

যদিও হাইকোর্টের এই রায়কে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তী। হাইকোর্টের রায় জানার পরে তিনি বলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চার্জশিটে ওই চিকিৎসককে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এ বিষয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিল যদি কোনও পদক্ষেপ না করতে পারে, তিনি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলে আর্জি জানাবেন বলেও জানান অভিজিৎ।

আরও পড়ুন-কেন্দ্রের ফ্ল্যাট প্রত্যাখ্যান সাবেকি ছিটমহলের বাসিন্দাদের

 

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version