Tuesday, November 18, 2025

কুহেলি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্ত চিকিৎসককেই ক্ষতিপূরণের নির্দেশ

Date:

কুহেলি কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক সুভাষ তিওয়ারিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে ক্ষতিপূরণের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৭ সালের ১৯ এপ্রিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চার মাসের শিশুকন্যা কুহেলি চক্রবর্তীর। চিকিৎসার গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে বলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ দায়ের করেন কুহেলির বাবা অভিজিৎ ও মা শালু চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে তিন মাসের জন্য অভিযুক্ত ৩ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এমনকী, শিশুর অভিভাবকদের ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তরা। বুধবার সেই মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। আদালত জানায়, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত ভুল। অভিযুক্ত চিকিৎসক সুভাষ তিওয়ারিকে হয়রানির জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। হাইকোর্ট আরও জানিয়েছে, যে এখন থেকেই ওই সুভাষ তিওয়ারি প্র্যাকটিস শুরু করতে পারবেন। যদিও মেডিক্যাল কাউন্সিল এখনও এ বিষয়ে কোনও লিখিত সিদ্ধান্ত হাতে পায়নি বলে জানিয়েছে।

যদিও হাইকোর্টের এই রায়কে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তী। হাইকোর্টের রায় জানার পরে তিনি বলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চার্জশিটে ওই চিকিৎসককে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এ বিষয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিল যদি কোনও পদক্ষেপ না করতে পারে, তিনি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলে আর্জি জানাবেন বলেও জানান অভিজিৎ।

আরও পড়ুন-কেন্দ্রের ফ্ল্যাট প্রত্যাখ্যান সাবেকি ছিটমহলের বাসিন্দাদের

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version