দাদা অজিতকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন বোন সুপ্রিয়া

বিধায়কদের শপথ চলছে তখন মহারাষ্ট্র বিধানসভায়। একে একে হাজির সবাই। এনসিপি’র তরফে জোটের বিধায়কদের স্বাগত জানাতে এসেছিলেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। তখনই এসে হাজির অজিত পাওয়ার। খুড়তুতো দাদা যখন বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে এক রাতের মধ্যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেন, তখন সুপ্রিয়া সুলের হোয়াটসঅ্যাপ স্টেটাস ছিল, “এতটা প্রতারিত জীবনে কখনও বোধ করিনি৷”

সব পাশা উল্টে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন অজিত পাওয়ারও৷ বুধবার দেখা গেলো, সেই অজিত পাওয়ারকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন এনসিপি নেত্রী সুপ্রিয়া৷