বাগদাদি খতম অভিযানের “নায়ক” সেই সেনা কুকুরকে বিশেষ সম্মান ট্রাম্পের

গত অক্টোবরে জঙ্গি সংগঠন আইএস-এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে খতম অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মার্কিন সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুর। এবার হোয়াইট হাউসে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ওই ‘নায়ক’ সেনা কুকুর কোনানকে সম্মানিত করল।

তাকে সম্মানিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবর মাসে সিরিয়ার ইদলিব প্রদেশে এক বিশেষ অভিযান চালিয়ে ‘মোস্ট ওয়ান্টেড’ এই জঙ্গিনেতাকে খতম করে মার্কিন বাহিনী। বাগদাদি খতমের ওই অভিযান চলাকালীন জঙ্গি বাহিনীর হামলায় জখম হয়েছিল কোনান। সেরে ওঠার পর তাকে ওভাল অফিসে নিয়ে আসা হয়। এবং সম্মানিত করা হয়।