Tuesday, November 25, 2025

আমেরিকার রাষ্ট্রপতি থেকে শেষ নোবেল জয়ী, সব ঠোঁটস্থ তিন বছরের বালকের

Date:

বয়স মাত্র তিন বছর আট মাস। পরিষ্কার করে হয়তো কথাও বলতে পারে না সে। কিন্তু মনে রাখতে পারে সবকিছু। আমেরিকার রাষ্ট্রপতি থেকে শেষ নোবেল জয়ী, সব ঠোঁটস্থ তিন বছরের বালকের।

শ্রীরামপুর বড়বাগানের জয়দ্রথ দাস এই বিষ্ময় বালক তাক লাগিয়ে দিয়েছে সবার কাছে। বয়সের কারণে এখনও স্কুলে ভর্তি হয়নি সে। মাত্র দু বছর বয়স থেকেই সে যা শোনে তাই মনে গেঁথে রাখে।বিশ্বের অধিকাংশ দেশের নাম, রাজধানীর অবস্থান, ঝড়ের গতিতে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড সহ যে কোন দেশের নাম,রাজধানী বলে দিচ্ছে নিমেষের মধ্যে। এর পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম, ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ?কে দুরবিন আবিষ্কার করেছে ? এরোপ্লেন কে আবিষ্কার করেছে? বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে? এরকম অসংখ্য প্রশ্নের উত্তরে সে সাবলীল। সবার সাথে সহজেই মিশে যায় এই খুঁদে।

তার বাবা শিবাশীষ দাস জানান, ‘দু বছর বয়স থেকেই ওর মধ্যে যে কোনও কিছুর জানার অাগ্রহ দেখি, এবং অাগে যা শুনলো বহু পরে তাই নিজে নিজে বলছে,তারপরেই খেলার ছলে ওকে শেখাতে থাকি বিভিন্ন বিষয়। মূলত সাধারণ জ্ঞানের উপর বিভিন্ন অজানা বিষয় তাকে শেখালে অদ্ভুত ভাবে লক্ষ্য করি প্রতিদিনই ও নতুন কিছু শেখার আগ্রহ দেখাচ্ছে।এবং এরই পাশাপাশি পুরানো শেখানো বিষয়গুলো ভালোভাবেই বলে দিচ্ছে। এভাবেই ধীরে ধীরে ও শিখে ফেলে অসংখ্য নিত্যনতুন বিষয়।’ তার মা জয়তী দাস বলেন, ‘গান কিংবা কবিতা ওর কাছে করলে সহজেই সে শিখে নেয়। অাইসক্রিম খুবই প্রিয় জয়দ্রথের । খেলতে ও ঘুরতে খুবই ভালবাসে সে।’ বাবা ও মা দু’জনই চায় ভবিষ্যতে সমজে প্রতিষ্ঠিত হোক তাঁদের ছেলে, বাবা ও মা এর মুখ উজ্জ্বল করুন।

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...
Exit mobile version