দুই দশকে এই প্রথমবার খড়গপুরে জয়ী তৃণমূল

গত দুই দশকে এই প্রথমবার খড়গপুর কেন্দ্রে জিতল তৃণমূল। কালিয়াগঞ্জের মতো তথাকথিত বিজেপির ঘাঁটি খড়গপুরেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। এই কেন্দ্রে 18,747 ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই তৃণমূল, বিজেপি, কং-বাম জোটের লড়াই দেখা গিয়েছিল৷ প্রথম রাউন্ডের শেষে বাম–কং জোটই এগিয়ে ছিল। তৃণমূল ছিল তিন নম্বরে। পরের কয়েকটি রাউন্ডে টানা এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝাঁ। বাড়তে থাকে ভোট ব্যবধান। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে থাকা বাম–কং জোট ক্রমশ পিছিয়ে পড়লো৷ লড়াই চলে এলো শাসক দল ও বিজেপির মধ্যে।

শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। 11 রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝাঁ–কে প্রায় 16 হাজারেরও বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তখনই
জয়ের গন্ধ পেতে শুরু করে ঘাস–ফুল শিবির। 2019–এর লোকসভা নির্বাচনে খড়গপুরে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল। 45 হাজার ভোটের লিড ছিলো বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের৷ কিন্তু ঘাঁটি ধরে রাখতে পারলেন না বঙ্গ বিজেপির সভাপতি ৷

এক নজরে খড়গপুরের ফল:

খড়্গপুর: তৃণমূল – ৭২,৪২৪, বিজেপি – ৫১,৬১৩, বাম-কং- ২২,৫৩০, তৃণমূল জয়ী ২০,৮১১ ভোটে

Previous articleশুধু এনআরসি ফ্যাক্টর নয়: পার্থ
Next articleচিদম্বরমের জামিন মামলার রায় স্থগিত