Tuesday, August 26, 2025

জয় নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস নয়, বার্তা মমতার

Date:

Share post:

উপনির্বাচনের ৩-০-র পরে খুশির হাওয়া শাসকদলের শিবিরে। এরমধ্যে কালিয়াগঞ্জ আর খড়্গপুর সদরে এই প্রথম জয় পেল তৃণমূল। ফলের খবর সামনে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তৃণমূলের নেতা-কর্মীরা। খুশি নেতৃত্বও। কিন্তু এই পরিস্থিতিতেও দলীয় নেতা-কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট নির্দেশ দেন, কোথাও বেশি উৎসাহ দেখিয়ে বিজয়মিছিল করা যাবে না।

গণনা চলাকালীন তৃণমূল নেত্রী জানান, বিজেপি তাঁদের ঔদ্ধত্যের ফল পেয়েছে। বিকেলে নবান্নের সামনে তিনি আবার বলেন, লোকসভা নির্বাচনের পরে অহংকারী হয়ে পড়ে বিজেপি। বাংলার মানুষ এর জবাব দিয়েছেন। আর এদিনও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যে এনআরসি হবে না।

উপনির্বাচন হলেও, সবার নজর ছিল এই তিন কেন্দ্রের ফলে। এটা একুশের লিটমাস টেস্ট বলে মত রাজনৈতিক মহলের।
তবে, লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় কিছুটা মনোবল ভেঙেছিল তৃণমূলের নেতা-কর্মীদের। বৃহস্পতিবার, ফল প্রকাশের পরে তাই বিভিন্ন জায়গায় শাসক শিবিরে উৎসবের মেজাজ দেখা যায়। সবুজ আবির মেখে মিষ্টি-মুখ করেন তাঁরা। এমনকী, ৩ কেন্দ্রের বাইরেও রাজ্যের বিভিন্ন জেলায় আনন্দে মাতেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই জয়ে রাজ্যের মানুষকে উৎসর্গ করে তৃণমূল নেত্রী বার্তা দেন, এই জয়ের উদযাপনে কোথাও যেন অতি উৎসাহ দেখানো না হয়। কারণ, রাজনৈতিক মহলের মতে, আসল লড়াইটা একুশে। সেই সময়ের জন্য মনোবল একত্রিত করে রাখতে চাইছেন মমতা।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...