Monday, November 17, 2025

তিন কেন্দ্রে ধরাশায়ী হওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ স্পষ্টভাষায় জানালেন, উপনির্বাচনে সাধারণভাবে শাসকদলের পক্ষেই রায় হয় এক্ষেত্রেও তাই হয়েছে। তবে এটাও ঠিক আমরা যা যা ভেবেছিলাম ঠিক তার উল্টো হয়েছে এতটা আশা করিনি। কার্যত বঙ্গ বিজেপির মুখ দিলীপ ঘোষ দিল্লিতে বসে হতাশার কথাই বললেন বৃহস্পতিবার সন্ধ্যায়।

ঘরের পিছনে যে ফ্যাক্টর গুলি দিলীপ ঘোষ বললেন তা হল–

১. নিশ্চিতভাবে এই ভোটে এনআরসি একটা ফ্যাক্টর হয়েছে। মানুষকে আরও বোঝাতে হবে।

২. আমাদের কাজ করতে দেওয়া হয়নি। ফলে মানুষ হয়তো ভেবেছেন বিজেপিকে জিতিয়ে লাভ নেই। কারণ, এলাকার কোনও কাজ হবে না। তাই হয়তো ভোট গিয়েছে সরকারি বাক্সে।

৩. এলাকায় এলাকায় প্রার্থী এ ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর হয়েছে সেটাও একটা কারণ হতে পারে।

৪. ভোট লুঠ, রিগিং এবং সরকারি দলের ক্রমান্বয় হুমকি, এসবকেও কারণের বাইরে রাখলে ভুল হবে।

৫. অনেকে দলীয় কোন্দলের কথা বলছেন। আমি বলব আমাদের চাইতে তো তৃণমূলে সেটা বেশি। ওদের নেতাকে তো ঘর বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল।

৬. লোকসভায় মোদি হাওয়া ছিল। এটা যেমন ঠিক তেমনি পাল্টা বিজেপির পালে হাওয়া তৈরিতে আমাদের খামতি ছিল।

তিন কেন্দ্রে পরাজয়ের পর এই পাঁচটি কারণকে সামনে আনলেন রাজ্য বিজেপি সভাপতি। সেই সঙ্গে বললেন, এটা কোনও বিষয় নয়। আমরা এখনও বুথ ভিত্তিক কমিটিগুলো সব করে উঠতে পারিনি। বিগত কয়েক মাস ধরে কাজ চলছিল। আশা করছি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর পুর ভোটে দেখবেন আমরা বহু পুরসভা দখল করেছি।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version