Friday, May 16, 2025

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় পি চিদম্বরমের জামিন মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, শুনানির পর শীর্ষ আদালত জানায় রায় ঘোষণা হবে শুক্রবার। হাইকোর্ট চিদম্বরমের জামিনের আবেদন বারবার নাকচ করে দেয় দিল্লি। এরপরেই এদিন সুপ্রিম কোর্টে চিদম্বরমের হয়ে জামিনের আবেদন করেন কপিল সিব্বল। বৃহস্পতিবার, বিচারপতি এ এস বোপান্না, আর ভানুমতি এবং হৃষীকেশ রায়ের বেঞ্চে চিদম্বরমের জামিনের আবেদনের মামলার শুনানি হয়।

বারবার দিল্লি হাইহোর্টে আবেদন জানানো পরেও, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জামিন পাননি প্রাক্তন অর্থমন্ত্রী। হাইকোর্টের তরফে বলা হয়, তাঁকে জামিন দেওয়া হলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। এই নিয়ে মুখে খোলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। প্রাক্তন অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, তিনি কি রঙ্গা এবং বিল্লার মতো অপরাধী? ১৯৭৮ সালে দিল্লিতে এক নৌসেনার আধিকারিকের পুত্র-কন্যাকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে দেশে তোলপাড় হয়। দুই নাবালক-নাবালিকার নৃশংস হত্যাকাণ্ডে রঙ্গা ও বিল্লার মৃত্যুদণ্ডের সাজা হয় ১৯৮২ সালে। বারবার আবেদনের পরেও তাঁর জামিন মঞ্জুর না হওয়ায় সেই নৃশংস ঘটনার প্রসঙ্গ তোলেন চিদম্বরম।

এদিকে, বৃহস্পতিবার, সকালে শীর্ষ আদালতে শুনানি শুরুর আগে তিহার জেলে গিয়ে চিদম্বরমের সঙ্গে দেখা করেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। মিনিট ৫০ ছিলেন তাঁরা। তবে, কী কথা হয়েছে, তা নিয়ে কিছু জানাননি রাহুল-প্রিয়াঙ্কা।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version