Monday, November 17, 2025

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় পি চিদম্বরমের জামিন মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, শুনানির পর শীর্ষ আদালত জানায় রায় ঘোষণা হবে শুক্রবার। হাইকোর্ট চিদম্বরমের জামিনের আবেদন বারবার নাকচ করে দেয় দিল্লি। এরপরেই এদিন সুপ্রিম কোর্টে চিদম্বরমের হয়ে জামিনের আবেদন করেন কপিল সিব্বল। বৃহস্পতিবার, বিচারপতি এ এস বোপান্না, আর ভানুমতি এবং হৃষীকেশ রায়ের বেঞ্চে চিদম্বরমের জামিনের আবেদনের মামলার শুনানি হয়।

বারবার দিল্লি হাইহোর্টে আবেদন জানানো পরেও, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জামিন পাননি প্রাক্তন অর্থমন্ত্রী। হাইকোর্টের তরফে বলা হয়, তাঁকে জামিন দেওয়া হলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। এই নিয়ে মুখে খোলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। প্রাক্তন অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, তিনি কি রঙ্গা এবং বিল্লার মতো অপরাধী? ১৯৭৮ সালে দিল্লিতে এক নৌসেনার আধিকারিকের পুত্র-কন্যাকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে দেশে তোলপাড় হয়। দুই নাবালক-নাবালিকার নৃশংস হত্যাকাণ্ডে রঙ্গা ও বিল্লার মৃত্যুদণ্ডের সাজা হয় ১৯৮২ সালে। বারবার আবেদনের পরেও তাঁর জামিন মঞ্জুর না হওয়ায় সেই নৃশংস ঘটনার প্রসঙ্গ তোলেন চিদম্বরম।

এদিকে, বৃহস্পতিবার, সকালে শীর্ষ আদালতে শুনানি শুরুর আগে তিহার জেলে গিয়ে চিদম্বরমের সঙ্গে দেখা করেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। মিনিট ৫০ ছিলেন তাঁরা। তবে, কী কথা হয়েছে, তা নিয়ে কিছু জানাননি রাহুল-প্রিয়াঙ্কা।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version