Monday, November 17, 2025
কুণাল ঘোষ

তিনে তিন।
কেন? কীভাবে?

1) এন আর সি বিজেপির ষোল আনা ক্ষতি করেছে।

2) তৃণমূলের ঘুরে দাঁড়ানোর সাংগঠনিক পদক্ষেপগুলি কাজে দিয়েছে।

3) লোকসভায় দিল্লির ভোট। নরেন্দ্র মোদির ভোট। প্রধানমন্ত্রিত্ব ও স্থায়ী সরকারে বিকল্প ছিল না মানুষের কাছে। এই উপনির্বাচন রাজ্যের ভোট।

4) মূল্যবৃদ্ধি, ছাঁটাইসহ আর্থিক পরিস্থিতিতে মানুষ বিরক্ত। ধর্ম দিয়ে পেট ভরবে না, উপলব্ধি স্পষ্ট হচ্ছে।

5) মুসলমান ভোট বিজেপির বিরুদ্ধে, এমনকি হিন্দুভোটের তাৎপর্যপূর্ণ অংশও।

6) মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে না গেলেও সব নজর রেখেছেন। আর ময়দানে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা। বিজেপির কোনো মুখ এঁদের দক্ষতার সঙ্গে পাল্লা দিতে পারে নি। কেন্দ্রওয়াড়ি সঠিক রণকৌশল ছিল তৃণমূলের। প্রার্থী নির্বাচন ঠিকঠাক।

7) প্রশান্ত কিশোর আর অভিষেক জুটির “দিদিকে বলো” ইত্যাদি কর্মসূচিতে দলটা সর্বত্র ফের রাস্তায় নেমেছেন। মানুষ দেখেছেন ভুল সংশোধনের চেষ্টা করছে তৃণমূল।

8) রাজ্য সরকারের সামাজিক স্কিমের উপভোক্তারা সাড়া দিয়েছেন।

9) বিজেপি নেতারা দিল্লি দেখিয়ে জেতার ভুল চেষ্টায় ছিলেন। দলবদলু ভুঁইফোড় কিছু অপদার্থের লাফালাফিতে বিরক্ত ছিলেন বিজেপির বহু ভোটার। দল বদলালেই কেন্দ্রীয় নিরাপত্তা; যারা ভোটের ভ বোঝে না, তাদের অতিপাকামিতে দল লাটে উঠেছে। টিভি আর ফেস বুকেই ছিল বিজেপি। আর বুথভিত্তিক কর্মীতালিকার প্রবাদপ্রতিম ফাইল যে একটি সুচারু মিথ্যাচার, তার গ্যাসবেলুন এবার ফেটেছে। লোকসভার ভোটপ্যার্টান যে আলাদা, সেটা ভুলে বিজেপির রাজ্য নেতারা অতি দম্ভ ও অতিআত্মবিশ্বাসে নিজেদের পদবিটাই মোদি ভাবছিলেন। কৈলাস বা মুকুলরা হয় নিজেরা কিছুই বোঝেন নি; না হলে বাংলার জমি সম্পর্কে দিল্লিকে ভুল বুঝিয়ে এসেছেন।

10) বাম এবং কংগ্রেস বিকল্প হয়ে ওঠার প্রশ্নে মানুষের আস্থা থেকে এখনও আলোকবর্ষ দূরে।

ফলে মেরুকরণটা হয়েছে তৃণমূল বনাম বিজেপি।
আর নির্দিষ্ট কিছু ফ্যাক্টরে বিজেপিকে গোহারা হারিয়ে দিয়েছে তৃণমূল। কালীয়াগঞ্জ আর খড়্গপুরে যে ঘাটতি মেক আপ করে তৃণমূলের জয়, তাতে স্পষ্ট, লোকসভার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল।

তবে হ্যাঁ, এবার অন্তত হাঁফ ছেড়ে বেঁচেছে ইভিএম। তাদের নিয়ে কেউ টানাটানি করে নি।

পুনশ্চ: এখন অনেকেই বিশ্লেষণ করবেন। কিন্তু ভোটের আগে একমাত্র “বিশ্ব বাংলা সংবাদ” স্পষ্টভাষায় প্রকাশ্যে বলছিল তিনে তিন করতে পারে তৃণমূল।

Related articles

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...
Exit mobile version