Tuesday, November 18, 2025

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

Date:

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে অনিয়মের অভিযোগ। তালিকায় নাকি রয়েছেন সুপ্রিম (Supreme Court) নির্দেশে অযোগ্যদের কেউ কেউ। অনেকে নাকি পুরো নম্বর পেয়েও ইন্টারভিউ-তে ডাক পাননি। এই নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। সোমবার, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেন আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim)। বিচারপতি সিনহা মামলা গ্রহণ করেছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।

সুপ্রিম কোর্ট যেখানে আগেই স্পষ্ট করে দিয়েছিল, অযোগ্যদের সবার আগে বাদ দিতে হবে, তাঁরা যেন কোনওভাবেই পরীক্ষায় না বসতে পারেন। শনিবার রাতে SSC-র একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের (Interview) তালিকা প্রকাশ পায়। এর পরে থেকেই বিতর্ক শুরু। অভিযোগ, তালিকায় ২০ হাজার নাম থাকলেও দীর্ঘ দিন ধরে আন্দোলন করেছেন, তাঁদের অনেকেরই নাম নেই। ‘কাট অফ’ যেখানে ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে নতুনরা। নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই পূর্ণ নম্বর ৬০ পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি। আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, আংশিক সময়ের জন্য কাজ করতেন এমন কর্মীরাও তাঁদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা নিয়েছেন।

মামলাকারীদের অভিযোগ, একাদশ-দ্বাদশের ফল বেরনোর পরে দেখা যাচ্ছে, অযোগ্যের বেশ কয়েকজন নাম রয়েছে তালিকায়। কীভাবে তাঁরা পরীক্ষায় বসতে পারলেন? তাঁদের কয়েকজন ইন্টারভিউতেও ডাক পেয়েছেন বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামে তালিকায় অশিক্ষককর্মীদের নাম রয়েছে। অভিযোগ, অযোগ্যদের তালিকায় নাম থাকা নীতীশরঞ্জন প্রামাণিকের নাম রয়েছে একাদশ-দ্বাদশের পাশ করা চাকরিপ্রার্থীদের তালিকাতেও। তিনি ইন্টারভিউয়ের জন্যও ডাক পেয়েছেন। এ সব অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। বুধবারই বিচারপতি অমৃতা সিংহর বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা।
আরও খবর: ‘স্বাস্থ্য ইঙ্গিত’-এ সুবিধা পেলেন ৭ কোটি মানুষ! টেলিমেডিসিন পরিষেবা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version