তিনটি কেন্দ্রে উপনির্বাচনের ফল তৃণমূলের তিনে তিন হওয়ায় রাতারাতি বিজেপি পার্টি অফিস গুলির বদলে গেল রং।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, রাজ্যে উপনির্বাচনের ফল ঘোষণার পরে টিএমসি ৩টি আসন জিতেছে। এই নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার পানপুর, নৈহাটি, মাদরাল এবং ব্যারাকপুর সহ বিজেপির ৪ টি অফিসে বৃহস্পতিবার তৃণমূলের কর্মীরা তাদের দলীয় পতাকা উত্তোলন করেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।

West Bengal: 4 BJP offices in Panpur, Naihati, Madral and Barrackpore of North 24 Parganas district were painted yesterday allegedly by TMC workers who also hoisted their party flags there, after the declaration of results for the state by-election where TMC has won all 3 seats. pic.twitter.com/DH81CklKS7
— ANI (@ANI) November 29, 2019