উপ-নির্বাচনে ভরাডুবি, কী হাল বিজেপি কার্যালয়ে?

রাজ্যের ৩ বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি। শুক্রবার সকালে, উত্তরপাড়ায় বিজেপির কার্যালয়ে তালা পড়ল। একই সঙ্গে উঠল ষড়যন্ত্রের অভিযোগ। কার্যালয়ের বাইরে পোস্টার সাঁটিয়ে দাবি করা হয়, প্রাক্তন জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর তৃণমূলের হয়ে কাজ করেছেন। সেই অভিযোগকে কেন্দ্র করেই এই বিক্ষোভ।

একই সঙ্গে পোস্টার পড়েছে বিজেপির উত্তরপাড়া মণ্ডলের সভাপতি বিরুদ্ধেও। সরস্বতী চৌধুরীকে কেন মণ্ডল সভাপতি করা হল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দলীয় কার্যালয়ে দুটি তালা ঝুলিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এ প্রসঙ্গে হুগলি জেলা বিজেপির পক্ষে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Previous articleছোট ভাই উদ্ধব ঠাকরেকে সহযোগিতা করা উচিত প্রধানমন্ত্রীর: শিবসেনা
Next articleসেপ্টেম্বর-ত্রৈমাসিকে GDP কমে 4.7% ? মোদি জমানায় পতনের রেকর্ড