Wednesday, January 14, 2026

সাঁঝবাতি: পাওলিকে পাশে নিয়ে ছকভাঙা সম্পর্কের গল্প শোনালেন দেব

Date:

Share post:

এ গল্পের শুরুতেই বলে রাখা ভালো, অনেকগুলো প্রথম নিয়ে এ যেন প্রথম হওয়ার গল্প। অনুভূতির গল্প। উপলব্ধির গল্প। স্মৃতির গল্প। অপেক্ষার গল্প। নতুন নতুন জুটির গল্প। প্রতিটি বাঙালির ঘরে ঘরে এ যেন ছকভাঙা সম্পর্কের গল্প।

হ্যাঁ, সাঁঝবাতি! বড়দিনের মরশুমে মুক্তি পাচ্ছে সৌমিত্র-দেব-পাওলি অভিনীত সাঁঝবাতি। আজ, শুক্রবার নন্দনে হয়ে গেল সাঁজবাতির ট্রেলার লঞ্চ। বেঙ্গল টকিজ প্রযোজিত, অতনু রায়চৌধুরী নিবেদিত এই ছবি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। ছবিটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় অনুপম রায়।

এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পুরোটাই মাতিয়ে রেখেছিলেন দেব। সাঁঝবাতিতে দেবের চরিত্রের নাম চাঁদু। অনুষ্ঠানের প্রযোজক-পরিচালক এবং পাওলি দামের সঙ্গে খুনসুটি করে কাটালেন চাঁদু। পিছনে লাগলেন ফুলিরও। এখানে ফুলির চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম।

দেব-পাওলি দু’জনেই ছবিটির গল্প শোনাতে গিয়ে বলেন, এমন চরিত্রের তাঁরা আগে কখনও অভিনয় করেননি। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও, এবং একই সময়ে কাজ শুরু করলেও সাঁঝবাতিতেই দেব-পাওলি জুটিকে প্রথম দেখা যাবে।

পাওলি সম্পর্কে দেব বলেন, “আমি আর পাওলি প্রায় সমসাময়িক। একই সময়ে ছবি শুরু আমাদের। কিন্তু ওর সঙ্গে জুটি বেঁধে এই প্রথম আমার কোনও ছবি মুক্তি পেতে চলেছে। পাওলির সঙ্গে আগে একটি সিনেমাতে অভিনয় করেছি, কিন্তু সেখানে ও আমার বোনের চরিত্রে ছিল। পাওলি প্রচুর পরিশ্রম করে। ওর থেকে শেখার আছে। ওর দায়বদ্ধতা আমাকে মুগ্ধ করে।”

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গ বলতে গিয়ে দেব জানান, “সাঁঝবাতি এক ছকভাঙা সম্পর্ক-এর গল্প। অনুভূতির গল্প। চাঁদু প্রত্যেকের বাড়িতেই রয়েছে। বার্ধক্যের একাকিত্বের পাশে চাঁদু আর ফুলি যেভাবে দাঁড়িয়েছেন ছানা দাদু আর দিদার পাশে, সেটা এককথায় দারুণ অনুভূতি।”

সাঁঝবাতিতে দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পেরে খুশি পাওলিও। তাঁর কথায়, “ফুলির মতো এতো হাসি-খুশি চরিত্র আগে কখনও পাইনি। কিছু চাহিদা নেই, জীবনে দুঃখ কষ্টের মধ্যেও খুশি খুঁজে নিতে হয়। এই ছবিতে ফুলি সেটা দেখিয়েছে।”

ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী এবং দুই পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জানান, অনেকগুলো প্রথম নিয়ে এই ছবি তৈরি হয়েছে। এবং সেই প্রথমগুলিকেই সঙ্গী করে তাঁরা সাঁঝবাতিকে বক্সঅফিসে প্রথম দেখতে আশাবাদী। সেই প্রথমের তালিকায় কী কী আছে? পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় জানান, এই ছবিতে সৌমিত্র এবং দেবের প্রথম জুটি। এই ছবিতেই আবার দেব-পাওলির প্রথম জুটি, বেঙ্গল টকিজ-এর প্রথম ছবি সাঁঝবাতি, প্রযোজকের সঙ্গে দুই পরিচালকেরও এটি প্রথম জুটি। সব মিলিয়ে অনেকগুলি প্রথম নিয়ে তৈরি হচ্ছে ছকভাঙা সম্পর্কের গল্প সাঁঝবাতি।

পাশাপাশি এঁরা প্রত্যেকেই দেবের প্রশংসা করে বলেন, গত নভেম্বরে ছবির কাজ শুরু হয়। এক বছর ধরে চলতে চলতে এই নভেম্বরে তা শেষ হয়। তাঁরা শুরুতে ভাবতেই পারেননি দেবের মত এতবড় মাপের হাইপ্রোফাইল একজন হিরো কিভাবে নিজেকে ভেঙে ভেঙে চরিত্রটাকে দাঁড় করিয়েছে। তাঁরা অভিভূত।

spot_img

Related articles

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...