Friday, November 14, 2025

নারী নয় অবলা, “জাগো”র উদ্বোধনে বার্তা দিলো সবলা

Date:

Share post:

নারীর অবলা হয়ে থাকার দিন শেষ। চাইলেই তাঁরা স্বনির্ভর হতে পারেন। শুক্রবার সল্টলেক সেন্ট্রাল পার্ক সবলা মেলা প্রাঙ্গণ থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রীরা। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আদিবাসী বিভাগের সহযোগিতায় পুরো প্রকল্পটি পরিচালনা করছে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ।

এই সবলা মেলার উদ্বোধনের মঞ্চেই নতুন প্রকল্পের সূচনা করলেন রাজ্যের একঝাঁক মন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য, অসীমা পাত্র, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীদের হাতে সূচনা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত “জাগো’’ প্রকল্পের। সূচনা লগ্নে ছিলেন ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের মন্ত্রী সাধন পান্ডে, খাদ্যমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক, দমকলমন্ত্রী সুজিত বসু, আইনমন্ত্রী ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিলেন জনপ্রিয় অভিনেতা সোহম।

নতুন এই প্রকল্প ‘জাগো’র নিয়ে আগেই বিধানসভায় জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সবলা মেলার উদ্বোধনী মঞ্চ থেকে আনুষ্ঠানিক ভাবে তার পথ চলা শুরু হলো। এই দফতরের মন্ত্রী সাধন পান্ডে তাঁর বক্তব্যের মধ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা বিস্তারিত ব্যাখ্যা করেন রাজ্যের মহিলাদের উদ্দেশে। পাশাপাশি, এই সংক্রান্ত চারটি পোর্টালের উদ্বোধন করেন সাধন পান্ডে। মুখ্যমন্ত্রী নির্দেশ মেনেই এমন সামাজিক প্রকল্প বলে জানান তিনি।

এক নজরে দেখে নিন কী এই “জাগো” প্রকল্প–

১) এই প্রকল্পের আওতায় ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠী।

২) প্রতিটি গোষ্ঠীতে ১০ জন করে মহিলা।

৩) ৮ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায়।

৪) এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ বাজেট ৫০০ কোটি টাকা।

৫) এককালীন ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।

৬) গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য বরাদ্দ টাকার অঙ্কও বাড়ানো হয়েছে। ২০১১ সালে রাজ‍্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ‍্যা ছিলো ৪.৭২ লক্ষ, যা বেড়ে ২০১৯ সালে হয়েছে ৬.৯২ লক্ষ।

৭) ২০১১ সালে এই অঙ্ক ছিল ৫৫৩ কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭০০০ কোটি টাকা।

৮) প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যে কোনও প্রশাসনিক ভবন কিংবা নেতাদের ঘরে ঘরে ঘুরতে হবে না গ্রাহককে।

৯) একটা মিসড কলেই মিলবে নয়া এই প্রকল্পের সুবিধা। ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল করলেই নাম নথিভুক্ত হবে।

১০) JAAGO টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের অবস্থা জানা যাবে।

spot_img

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...