লং মার্চ-এ যোগ দিতে শুরু মিছিল

এগোচ্ছে মিছিল। এক জনপদ থেকে আরেক জনপদ। কোথাও পায়ে হেঁটে, তো কোথাও সাইকেলে। ‘কাজ বাঁচাও, কাজ দাও’, ‘মানব না এনআরসি’, এই আওয়াজ নিয়েই বীরভূমের গ্রাম, শহরের পথ ধরে এগিয়ে চলেছে লালঝান্ডার মিছিল। উদ্দেশ্য চিত্তরঞ্জন থেকে কলকাতা লং মার্চ। পয়লা ডিসেম্বর লং মার্চে মিশতে বীরভূমের সিউড়ি থেকে রওনা দেবে। পানগড়ে মূল মিছিলের সঙ্গে ৩ তারিখ যোগ দেবে।

 

শুক্রবার, একদিকে কীর্ণাহার থেকে ১২ কিলোমিটার হেঁটে মিছিল পৌঁছয় লাভপুর। সেখানে সভা করেই ফের সাইকেলে যাত্রা যায় আহমেদপুরে। এই পদযাত্রায় ছিলেন দীপঙ্কর চক্রবর্তী, অরুণ মিত্র সহ জেলা নেতৃত্ব।
অপরদিকে নলহাটি থেকে সাইকেল মিছিল বের হয়ে রামপুরহাট যায়। সেখানে সভা করে মিছিল শেষ হয় মল্লারপুরে। প্রায় ২৫ কিলোমিটার সাইকেল মিছিলের সাক্ষী থেকেছে ৬০ নম্বর জাতীয় সড়ক। মাঝে সভা হয়েছে রামপুরহাটে। সেখানে ছিলেন সঞ্জীব বর্মন, মতিউর রহমান সহ নেতারা। দাবি আদায়ের পাশাপাশি, আগামী ৮ জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয় মিছিল থেকে।

 

 

Previous articleঅযোধ্যার মন্দির- মসজিদ মামলা ফের গড়াচ্ছে আদালতে
Next articleসংস্কৃত কলেজের উদ্ধার হওয়া সিন্দুক বলছে বিধবা বিবাহ সম্পর্কিত অজানা তথ্য!