ভারতীয় পেসারদের প্রশংসায় পঞ্চমুখ রাহুল দ্রাবিড়। বললেন ভারতের এখনকার পেসাররা তরুণ প্রজন্মের রোল মডেল। ইশান্ত শর্মা, ঊমেশ যাদব, ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরা। এই পাঁচ পেসার বিপক্ষ যে কোনও দলের মধ্যে যে ত্রাস সৃষ্টি করতে পারেন তা একের পর এক সিরিজে প্রমাণিত হয়েছে। রাহুল বলছেন, যেভাবে এরা ফাস্ট বোলিং করছে, সফল হচ্ছে, ম্যাচ জিতছে তাতে আগামিদিনে তরুণ প্রজন্মের আইডল হয়ে উঠবে। আমরা দেখছি আর ভালো লাগছে। অনুর্ধ্ব-১৯ দলেও তাদের বেশ কয়েকজন ভাল পেসার রয়েছে, জানালেন মিস্টার ডিপেন্ডেবল।
