Thursday, August 28, 2025

হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডে ৪ ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত

Date:

দিল্লির নির্ভয়ার স্মৃতি ফিরল হায়দরাবাদে। তরুণী চিকিৎসককে গণধর্ষষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ যুবককে ১৪ দিনের জেল হেফাজত। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেনসিকের। নির্যাতিতার বাড়িতে মহিলা কমিশন। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ। বিক্ষোভে সামিল এ রাজ্যেও।

রীতিমতো ছক কষে, পরিকল্পনা করেই গণধর্ষণ করা হয় ওই মহিলা চিকিৎসককে। জেরা করে জানা গিয়েছে, সকালে যখন টোল প্লাজার কাছে ওই পশু চিকিৎসক তাঁর স্কুটি পার্ক করে ক্লিনিকের জন্য ক্যাবে করে চলে যান, তারপরেই তাঁর স্কুটির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, যাতে রাতে বাড়ি ফেরার সময় তিনি ওই স্কুটি চড়ে কোনমতেই যেতে না পারেন। হয়েছিলও তাই। বুধবার রাতে বাড়ি ফেরার জন্য টোল প্লাজায় গিয়ে তরুণী দেখেন তাঁর স্কুটির চাকা হাওয়া একেবারেই নেই। এই সুযোগের অপেক্ষায় ছিল দুষ্কৃতীরা। এরপরেই সাহায্যের অছিলায় তাঁকে ট্রাকের পিছনে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুখ বেঁধে চলে পাশবিক অত্যাচার। খুন করার পর তার স্কুটির পেট্রোল দিয়ে তাঁকে জ্বালিয়ে দেওয়া হয়।

মেহবুবনগরের ফার্স্ট ট্র্যাক কোর্টে এই মামলা স্থানান্তরের জন্য আবেদন করছে পুলিশ। পুলিশ কমিশনারের আশ্বাস, অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় তথ্য-প্রমাণ হাতে এসেছে। এমন ঘটনা রুখতে সন্ধের পর পেট্রোলিং ভ্যান নামিয়ে টহলদারি চলবে বলে ঘোষণা সাইবারাবাদ পুলিশের।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version