ফের হায়দরাবাদে মিলল মহিলার দগ্ধ দেহ

প্রতীকী ছবি

তরুণী চিকিৎসকের দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলতে না খুলতেই আরও এক মহিলার পোড়া দেহ মিলল হায়দরাবাদে। দেহ মিলেছে মাতারানি মন্দিরের একবারে পাশেই। বৃহস্পতিবার, পাওয়া গিয়েছিল তরুণী পশু চিকিৎসকের পোড়া দেহ উদ্ধার হয়। শুক্রবার ওই এলাকা থেকেই আরও এক মহিলার পোড়া দেহ উদ্ধার হয়েছে। সাইবারাবাদ পুলিশ সূত্রে খবর, শামসাদাবাদের কাছেই মন্দিরের পাশে খোলা জায়গায় দেহটি পড়ে ছিল। সেটিকে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দু’টি মৃত্যুর মধ্যে কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে সাইবারাবাদ পুলিশ।

আরও পড়ুন-ছক কষেই তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন