দিলীপের সভার আগে সোদপুরে উত্তেজনা

সোদপুর বোর্ডঘর এলাকায় বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষের সভার আগে উত্তেজনা। সভার প্রতিবাদে শনিবার সকালে সেখানে কালোপতাকা নিয়ে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় অশান্তি ছড়াতেই এলাকায় সভা করতে চাইছেন দিলীপ ঘোষ। উলটে বিজেপির অভিযোগ, তাদের কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের প্রতিবাদ করতেই সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি।

বোর্ডঘর মোড়ে বিজেপি ও তৃণমূলের মিছিল মুখোমুখি হয়। রাস্তা আটকেই চলে স্লোগান, পালটা স্লোগান। বিজেপি কর্মীদের কালো পতাকা দেখানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন-রাজ্যজুড়ে নয়া আতঙ্ক ‘স্ক্রাব টাইফাস’, ৯০ দিনে আক্রান্ত ১৫০০