Friday, November 14, 2025

অ্যাডিলেডে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের

Date:

বল বিকৃতি কাণ্ডে এক বছর নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর বিশ্বকাপের মঞ্চে বারবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু দর্শকদের বিদ্রুপকে সব সময় হাসি মুখে মোকাবিলা করেছেন তিনি। মুখে জবাব না দিয়ে সব সময় ব্যাটে জবাব দিয়েছন। আর এবারও তাঁর অন্যথা হল না। অ্যাডিলেডের বাইশ গজ ক্রিকেটের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আছে। তবে ট্রিপল সেঞ্চুরির সাক্ষী এর আগে কখনও হয়নি অ্যাডিলেড। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তকেও অস্ট্রেলিয়া সহ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছেন বহু সমলোচিত অজি তারকা ডেভিড ওয়ার্নার।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করার নজির গড়েছেন ওয়ার্নার। শুধু তাই নয়, এর পাশাপাশি এই অজি তারকা ক্রিকেটার ভেঙে ফেলেছেন অনেক রেকর্ডও। এই মুহূর্তে গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রান সংগ্রহকারী। টপকে গিয়েছেন পাকিস্তানের আজহার আলির ৪৫৬ রানকে। এই টেস্টের আগে দিন-রাতের টেস্টে ওয়ার্নারের রেকর্ড তেমন কিছু ছিল না। ২৪.৮৭ গড়ে করেছিলেন ১৯৯ রান। কিন্তু এ দিনের ট্রিপল সেঞ্চুরির পর তিনিই উঠে এলেন এক নম্বরে।

চলতি বছরে টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল বিরাট কোহলির। গত মাসে পুণেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ দিনের ত্রিশতরানে তা ছাপিয়ে গেলেন ওয়ার্নার।

এতদিন টেস্টে ওয়ার্নারের সর্বাধিক রান ছিল ২৫৩। যা ২০১৫ সালে পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এসেছিল। সেই ইনিংসকেও টপকে গেলেন তিনি।

এ দিন ১৬৬ রানে শুরু করেছিলেন তিনি। দুশোয় পৌঁছেছিলেন ২৬০ বলে। তিনশোয় পৌঁছেছিলেন ৩৮৯ বলে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যখন তিন উইকেটে ৫৮৯ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল,তখন ওয়ার্নার অপরাজিত রয়েছেন ৩৩৫ রানে। স্বাভাবিকভবাবেই ওয়ার্নারের একার ত্রিশতরানের জেরে চাপে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এই মুহূর্তে খুশির হাওয়া বইছে, তা বলাই যায়।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version