Monday, November 10, 2025

অ্যাডিলেডে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের

Date:

বল বিকৃতি কাণ্ডে এক বছর নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর বিশ্বকাপের মঞ্চে বারবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু দর্শকদের বিদ্রুপকে সব সময় হাসি মুখে মোকাবিলা করেছেন তিনি। মুখে জবাব না দিয়ে সব সময় ব্যাটে জবাব দিয়েছন। আর এবারও তাঁর অন্যথা হল না। অ্যাডিলেডের বাইশ গজ ক্রিকেটের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আছে। তবে ট্রিপল সেঞ্চুরির সাক্ষী এর আগে কখনও হয়নি অ্যাডিলেড। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তকেও অস্ট্রেলিয়া সহ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছেন বহু সমলোচিত অজি তারকা ডেভিড ওয়ার্নার।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করার নজির গড়েছেন ওয়ার্নার। শুধু তাই নয়, এর পাশাপাশি এই অজি তারকা ক্রিকেটার ভেঙে ফেলেছেন অনেক রেকর্ডও। এই মুহূর্তে গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রান সংগ্রহকারী। টপকে গিয়েছেন পাকিস্তানের আজহার আলির ৪৫৬ রানকে। এই টেস্টের আগে দিন-রাতের টেস্টে ওয়ার্নারের রেকর্ড তেমন কিছু ছিল না। ২৪.৮৭ গড়ে করেছিলেন ১৯৯ রান। কিন্তু এ দিনের ট্রিপল সেঞ্চুরির পর তিনিই উঠে এলেন এক নম্বরে।

চলতি বছরে টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল বিরাট কোহলির। গত মাসে পুণেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ দিনের ত্রিশতরানে তা ছাপিয়ে গেলেন ওয়ার্নার।

এতদিন টেস্টে ওয়ার্নারের সর্বাধিক রান ছিল ২৫৩। যা ২০১৫ সালে পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এসেছিল। সেই ইনিংসকেও টপকে গেলেন তিনি।

এ দিন ১৬৬ রানে শুরু করেছিলেন তিনি। দুশোয় পৌঁছেছিলেন ২৬০ বলে। তিনশোয় পৌঁছেছিলেন ৩৮৯ বলে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যখন তিন উইকেটে ৫৮৯ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল,তখন ওয়ার্নার অপরাজিত রয়েছেন ৩৩৫ রানে। স্বাভাবিকভবাবেই ওয়ার্নারের একার ত্রিশতরানের জেরে চাপে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এই মুহূর্তে খুশির হাওয়া বইছে, তা বলাই যায়।

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version