Friday, August 22, 2025

বল বিকৃতি কাণ্ডে এক বছর নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর বিশ্বকাপের মঞ্চে বারবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু দর্শকদের বিদ্রুপকে সব সময় হাসি মুখে মোকাবিলা করেছেন তিনি। মুখে জবাব না দিয়ে সব সময় ব্যাটে জবাব দিয়েছন। আর এবারও তাঁর অন্যথা হল না। অ্যাডিলেডের বাইশ গজ ক্রিকেটের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আছে। তবে ট্রিপল সেঞ্চুরির সাক্ষী এর আগে কখনও হয়নি অ্যাডিলেড। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তকেও অস্ট্রেলিয়া সহ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছেন বহু সমলোচিত অজি তারকা ডেভিড ওয়ার্নার।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করার নজির গড়েছেন ওয়ার্নার। শুধু তাই নয়, এর পাশাপাশি এই অজি তারকা ক্রিকেটার ভেঙে ফেলেছেন অনেক রেকর্ডও। এই মুহূর্তে গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রান সংগ্রহকারী। টপকে গিয়েছেন পাকিস্তানের আজহার আলির ৪৫৬ রানকে। এই টেস্টের আগে দিন-রাতের টেস্টে ওয়ার্নারের রেকর্ড তেমন কিছু ছিল না। ২৪.৮৭ গড়ে করেছিলেন ১৯৯ রান। কিন্তু এ দিনের ট্রিপল সেঞ্চুরির পর তিনিই উঠে এলেন এক নম্বরে।

চলতি বছরে টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল বিরাট কোহলির। গত মাসে পুণেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ দিনের ত্রিশতরানে তা ছাপিয়ে গেলেন ওয়ার্নার।

এতদিন টেস্টে ওয়ার্নারের সর্বাধিক রান ছিল ২৫৩। যা ২০১৫ সালে পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এসেছিল। সেই ইনিংসকেও টপকে গেলেন তিনি।

এ দিন ১৬৬ রানে শুরু করেছিলেন তিনি। দুশোয় পৌঁছেছিলেন ২৬০ বলে। তিনশোয় পৌঁছেছিলেন ৩৮৯ বলে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যখন তিন উইকেটে ৫৮৯ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল,তখন ওয়ার্নার অপরাজিত রয়েছেন ৩৩৫ রানে। স্বাভাবিকভবাবেই ওয়ার্নারের একার ত্রিশতরানের জেরে চাপে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এই মুহূর্তে খুশির হাওয়া বইছে, তা বলাই যায়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version