ভোট শুরু হতেই ঝাড়খণ্ডে মাও তাণ্ডব

ঝাড়খন্ড বিধানসভা ভোট শুরু হতেই মাওবাদীদের তান্ডব শুরু হয়ে গেল। প্রবল বিস্ফোরণ হল বিষণপুরে। ভোট শুরু হওয়ার দু’ঘন্টার মধ্যেই এই ঘটনা। বিস্ফোরণে উড়ে গিয়েছে বিষণপুরের সেত। ফলে গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা যাতায়াত করার সুযোগ থাকছে না।এলাকায় ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। ফলে সবক’টি বুথেই মাওবাদী হামলার আশঙ্কা রয়েছে। সম্প্রতি লাতেহারে চার নিরাপত্তাকর্মী মাও হামলায় মারা যান।

আরও পড়ুন-আজ শুরু আই-লিগ, আইজলের বিরুদ্ধে নামছে মোহনবাগান