“জাস্টিস ফর..” পোস্টার হাতে বুদ্ধিজীবীরা কই?

হায়দরাবাদে তরুণী পশুচিকিৎসক ভয়ঙ্কর ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য। সোশাল মিডিয়ায় তোলপাড়। মহম্মদ আরিফসহ ধৃত চারজনের কঠার শাস্তির দাবিতে ঝড় উঠেছে। এদিকে প্রশ্ন, বুদ্ধিজীবীরা নীরব কেন? তাঁরা কি জাতধর্ম বিচার করে বিবেকের মার্কেটিং করতে নামেন? যে ভয়াবহ পরিণতি হল এই তরুণির , তাঁর হয়ে মোমবাতিমিছিল হবে না কেন?