Wednesday, November 12, 2025

রোজভ্যালি চিটফান্ড প্রতারিতদের পার্টি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

ভোটের আগে চিটফান্ড নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। টাকা পাইয়ে দেওয়ার নাম করে বিজেপি তাঁদের নিয়ে রাজনীতি করছে। এমনই গুরুতর অভিযোগ এনে শনিবার সেন্ট্রাল এভিনিউয়ে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ রোজভ্যালি প্রতারিতদের একাংশ।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়রা শুধু রাজনীতির স্বার্থে তাদেরকে ব্যবহার করছেন। এদিন বর্ধমান-নদিয়া-হুগলি থেকে আসা রোজভ্যালি প্রতারিতদের একাংশের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু সকাল থেকে রোজভ্যালির এই প্রতারিত গ্রাহকরা অপেক্ষা করলেও, তাঁদের সঙ্গে কেউ দেখা করেননি। বরং, বিজেপির পার্টি অফিস থেকে তাঁদের কার্যত বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার পরই পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন রোজভ্যালি প্রতারিতরা। তাঁদের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে তাঁদের আন্দোলন এগিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতারা। বলেছিলেন, দ্বিতীয়বার নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে চিটফান্ড নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি প্রতারিতদের পক্ষ নিয়ে আদালতে মামলা করবে। কিন্তু সেই মামলা এখন বিশবাঁও জলে।

বিষয়টি নিয়ে কথা বলতে এদিন দূরের জেলাগুলি থেকে রোজভ্যালি কাণ্ডে চিটফান্ড প্রতারিতদের একটা বড় অংশ এসেছিলেন কৈলাস বিজয়বর্গীয়-দিলীপ ঘোষদের সঙ্গে দেখা করতে। তাঁরা নাকি আগে থেকেই কথা বলেই এসেছিলেন। কিন্তু এদিন তাঁদের সঙ্গে কেউ দেখা করেননি বলে অভিযোগ।

আরও পড়ুন-নজরে সীমান্ত, বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version