আজ শক্তি-পরীক্ষা উদ্ধব ঠাকরের

দীর্ঘ টানাপোড়েন, রাজনৈতিক পারদের দ্রুত ওঠানামার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন শিবসেনা-প্রধান উদ্ধব বাল ঠাকরে। বিস্তর অঙ্ক কষেই শেষপর্যন্ত মহারাষ্ট্রে স্থায়ী সরকার। সরকার দখলের পর আজ শনিবার মহারাষ্ট্র বিধানসভায় শক্তি প্রদর্শন করতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যে NCP-র বর্ষীয়ান বিধায়ক দিলীপ ওয়ালসে পাতিলকে প্রোটেম স্পিকার নির্বাচন করেছে ঠাকরে সরকার। গত শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর বিজেপির কালিদাস কোলাম্বরকে সরিয়ে ওই পদে বসানো হয় পাতিলকে। NCP ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবারই স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। রবিবার হবে নির্বাচন। স্পিকার পদ কংগ্রেসেরই পাওয়ার কথা৷