লতাজিকে দেখতে হাসপাতালে গেলেন উদ্ধব ঠাকরে

শপথ নেওয়ার একদিন পরেই ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরকে দেখতে ব্রিচক্যান্ডি হাসপাতালে গেলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ খোঁজ নিলেন লতাজি’র স্বাস্থ্যের।

দক্ষিণ মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে গত à§§à§§ নভেম্বর শ্বাসকষ্টজনিত কারনে ভর্তি হন সঙ্গীত দুনিয়ার জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকর। তাঁকে দ্রুত সুস্থ করতে তড়িঘড়ি মেডিকেল টিম বসানো হয় হাসপাতালে।চিকিৎসকেরা জানান, নিউমোনিয়া এবং ফুসফুসে সংক্রমণে ভুগছেন লতাজি। তবে আগের থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। ‘লতাদিদি’-কে দেখতে গিয়ে উদ্ধব ঠাকরে তাঁর শারীরিক উন্নতির খোঁজ নেওয়ার পাশাপাশি সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা সেবিষয়েও বিস্তারিত কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। ওদিকে, সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছেন, আগের থেকে অনেকটাই ভালো আছেন লতা দিদি। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। যতদিন না তাঁরা অনুমতি দিচ্ছেন ততদিন তাঁকে হাসপাতালেই রাখা হবে।

আরও পড়ুন-খুন! ওড়িশায় গিয়ে রাজ্যের শ্রমিকের ফের রহস্য-মৃত্যু