Wednesday, November 12, 2025

‘মুখ্যমন্ত্রী আমার কাজের অনুপ্রেরণা’, বললেন বিডিও

Date:

‘মুখ্যমন্ত্রী কর্মবীর, ওনার ছবির সামনে দাঁড়ালে আপনিও কাজের অনুপ্রেরণা পাবেন’, বললেন উত্তর ২৪ পরগণার বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। শনিবার হাসনাবাদের বুলবুল বিধ্বস্ত ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন বিডিও। সেখানেই ভেবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ বিতরণ করার সময় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কের মুখে পড়েন বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। বিডিও বলেন, “সকালবেলা যদি মুখ্যমন্ত্রীর ছবির সামনে দু’মিনিট দাঁড়ান এক অদ্ভুত শক্তি পাবেন। আমি নিজে সকালে দুটো ছবির সামনে দাঁড়াই। একটা স্বামী বিবেকানন্দের ছবি। অন্যটা মুখ্যমন্ত্রীর ছবি। এক অদ্ভুত জীবনীশক্তিতে নিজেকে পুনরুজ্জীবিত করি। উনি কর্মবীর। ওনার ছবির সামনে দাঁড়ালে আপনিও কর্মের অনুপ্রেরণা পাবেন।” সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবং গ্রামের বহু মানুষ।

এমন মন্তব্য করার পড়েই বিতর্কের মুখে পড়েন অরিন্দম মুখোপাধ্যায়। এরপর সেখানকার এক বিজেপি নেতা বলেন, “আমরা বারবার বলেছি পুলিশ, বিডিও, আমলাদের দিয়েই সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের কথাবার্তাতেই সেটা ধরা পড়ছে। এসব কথা বলার পাশাপাশি তৃণমূলের ঝান্ডা তাঁরা ধরছেন না কেন। তাহলেই মানুষের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়।” তবে বিজেপি নেতা এমন মন্তব্য করলেও শাসকদলের এক স্থানীয় নেতার বক্তব্য,”মুখ্যমন্ত্রীর কাজ দেখে গোটা রাজ্যের মানুষ অনুপ্রাণিত। বিডিও সাহেবও মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন। এতে এত বিতর্ক করার কোনও মানে নেই।”

ভেবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কিট বিতরণ করার জন্য গিয়েছিলেন বিডিও। কিটের নাম ‘ডিগনিটি কিট’। এই কিটের ওজন প্রায় আড়াই মণ। এই কিটের মধ্যে রয়েছে, ত্রিপল, শাড়ি, লুঙ্গি, ধুতি, চাদর, বাচ্চাদের পোশাক, শুকনো খাবার, বাসনপত্র, স্টোভ প্রভৃতি। সেখানে গিয়েই এমন মন্তব্য করেছিলেন তিনি।

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...
Exit mobile version